সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উত্তরায় গাড়িতে মিলল এক বস্তা টাকা

 উত্তরায় গাড়িতে মিলল এক বস্তা টাকা


রাজধানীর উত্তরায় একটি প্রাইভেটকার থেকে এক বস্তা টাকা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। এই ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বুধবার (৭ আগস্ট) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টায় হাউজবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যাল থেকে আটক করা হয় গাড়িটি। গাড়ির নম্বর (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর উত্তরার একটি বাসার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়। এ সময় তিনজনকে হেফাজতে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে গাড়ি থেকে এক বস্তা টাকা উদ্ধার করে হেফাজতে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা উল্লাস করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা

 সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা নতুন খবর  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন একদল তরুণ-যুবক। বেলা ২টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় তাঁরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। জুমার নামাজের পর আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তরুণ-যুবকেরা। আগে থেকেই সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।